ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হুমকি একটি মহলের,সিইউজের নেতাদের তীব্র নিন্দা।

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • 324

দৈনিক ৭১ সংবাদ
২৪শে ফেব্রুয়ারি, ২০২৩
নিজ্বস্ব প্রতিবেদক।

সম্প্রতি দৈনিক আমাদের সময় ও স্ব স্ব পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের জের ধরে দায়ের করা মামলায় সিইউজে সদস্য মো. মহিউদ্দিন, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল মার্মা, ও দ্য ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার এফ এম মিজানুর রহমান বিরুদ্ধে সংশ্লিষ্টদের মামলা-হুমকি দেওয়ার ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের নেতারা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সম্প্রতি দৈনিক আমাদের সময়ে প্রকাশিত একটি সংবাদের জের ধরে দায়ের করা মামলায় অন্যদের আসামি করা হয়েছে। এছাড়া এর জের ধরে দেখে নেওয়ার হুমকি দিয়েছে একটি মহল। এর আগে চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে দায়ের করা চারটি মামলায় আসামি হয়ে সিইউজে সদস্য হোসাইন তৌফিক ইফতেখার সহ পত্রিকা সংশ্লিষ্টরা দুই বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন।
এ ধরনের ঘটনা সাংবাদিকদের বাকস্বাধীনতার জন্য হুমকি উল্লেখ করে নেতারা এসব মামলা ও সাংবাদিকদের প্রতি হুমকির তীব্র নিন্দা জানান।সিইউজে নেতারা বলেন, কারো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্যে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে পেশাগত কারণে সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের বিরূপ আচরণ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাড়ে ৫০০ কোটি টাকার দেনা শোধ করেছি চসিকের: চসিক মেয়র।

সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে মামলা-হুমকি একটি মহলের,সিইউজের নেতাদের তীব্র নিন্দা।

Update Time : ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

দৈনিক ৭১ সংবাদ
২৪শে ফেব্রুয়ারি, ২০২৩
নিজ্বস্ব প্রতিবেদক।

সম্প্রতি দৈনিক আমাদের সময় ও স্ব স্ব পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের জের ধরে দায়ের করা মামলায় সিইউজে সদস্য মো. মহিউদ্দিন, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল মার্মা, ও দ্য ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার এফ এম মিজানুর রহমান বিরুদ্ধে সংশ্লিষ্টদের মামলা-হুমকি দেওয়ার ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজের নেতারা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, সম্প্রতি দৈনিক আমাদের সময়ে প্রকাশিত একটি সংবাদের জের ধরে দায়ের করা মামলায় অন্যদের আসামি করা হয়েছে। এছাড়া এর জের ধরে দেখে নেওয়ার হুমকি দিয়েছে একটি মহল। এর আগে চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদের জের ধরে দায়ের করা চারটি মামলায় আসামি হয়ে সিইউজে সদস্য হোসাইন তৌফিক ইফতেখার সহ পত্রিকা সংশ্লিষ্টরা দুই বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন।
এ ধরনের ঘটনা সাংবাদিকদের বাকস্বাধীনতার জন্য হুমকি উল্লেখ করে নেতারা এসব মামলা ও সাংবাদিকদের প্রতি হুমকির তীব্র নিন্দা জানান।সিইউজে নেতারা বলেন, কারো ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক দ্বন্দ্বের মধ্যে সাংবাদিকদের ঢাল হিসেবে ব্যবহার অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে পেশাগত কারণে সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের বিরূপ আচরণ থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।