ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শিশুদের স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

  • Reporter Name
  • Update Time : ০৭:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • 309

দৈনিক ৭১ সংবাদ
১৯ই ফেব্রুয়ারি ২০২৩
স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় (চসিক) আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের স্বাস্থ্যবিধি মেনে নীল ও লাল  রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

নগরের ৪১টি ওয়ার্ডে ১ হাজার ৩২১টি  টিকাদান কেন্দ্রে ৬-১১ মাসের ৮১ হাজার শিশুকে নীল রঙের এবং ৪ লাখ ৫৫ হাজার ১২-৫৯ মাসের শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

গত ১৫-১৯ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে চসিক এলাকায় ৬-১১ মাসের ৭৮ হাজার ৪৮৫ জন এবং ১২-৫৯ মাসের ৪ লাখ ৪৬ হাজার ৪৬৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। অর্জিত লক্ষ্যমাত্রা ৯৫ দশমিক ৯৭ শতাংশ ও ৯৬ শতাংশ।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) চসিকের মেমন জেনারেল হাসপাতালে সংবাদ সম্মেলনে এসব  তথ্য জানানো হয়েছে।

ক্যাম্পেইন চলাকালীন বিভিন্ন কেন্দ্রে (ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্র) স্বাস্থ্যবিধি মেনে দুই হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।কেন্দ্রগুলোতে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা মেনে চলা হবে। কার্যক্রম সফল করতে জন্মের পরপর শিশুকে শালদুধ (১ ঘণ্টার মধ্যে) খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

ক্যাম্পেইন চলাকালে  যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে তাদের পরবর্তীতে শুধু চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় চসিক স্বাস্থ্য বিভাগ পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া পথশিশুদের টিকাদান নিশ্চিতে ‘মোবাইল কেন্দ্র’ কাজ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ, জোনাল মেডিক্যাল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. বুশরা তাবাসসুম, ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিকে অবাঞ্চিত ঘোষণা।

শিশুদের স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Update Time : ০৭:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

দৈনিক ৭১ সংবাদ
১৯ই ফেব্রুয়ারি ২০২৩
স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় (চসিক) আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের স্বাস্থ্যবিধি মেনে নীল ও লাল  রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

নগরের ৪১টি ওয়ার্ডে ১ হাজার ৩২১টি  টিকাদান কেন্দ্রে ৬-১১ মাসের ৮১ হাজার শিশুকে নীল রঙের এবং ৪ লাখ ৫৫ হাজার ১২-৫৯ মাসের শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

গত ১৫-১৯ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রমে চসিক এলাকায় ৬-১১ মাসের ৭৮ হাজার ৪৮৫ জন এবং ১২-৫৯ মাসের ৪ লাখ ৪৬ হাজার ৪৬৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। অর্জিত লক্ষ্যমাত্রা ৯৫ দশমিক ৯৭ শতাংশ ও ৯৬ শতাংশ।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) চসিকের মেমন জেনারেল হাসপাতালে সংবাদ সম্মেলনে এসব  তথ্য জানানো হয়েছে।

ক্যাম্পেইন চলাকালীন বিভিন্ন কেন্দ্রে (ইপিআই কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও পরিবার কল্যাণ কেন্দ্র) স্বাস্থ্যবিধি মেনে দুই হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।কেন্দ্রগুলোতে সামাজিক নিরাপত্তা বিষয়ক সতর্কতা মেনে চলা হবে। কার্যক্রম সফল করতে জন্মের পরপর শিশুকে শালদুধ (১ ঘণ্টার মধ্যে) খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

ক্যাম্পেইন চলাকালে  যেসব শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে তাদের পরবর্তীতে শুধু চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় চসিক স্বাস্থ্য বিভাগ পরিচালিত দাতব্য চিকিৎসালয়, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া পথশিশুদের টিকাদান নিশ্চিতে ‘মোবাইল কেন্দ্র’ কাজ করবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ, জোনাল মেডিক্যাল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্ত্তী, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. বুশরা তাবাসসুম, ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ।