ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো.সাহাবুদ্দিন |

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩
  • 327

দৈনিক ৭১ সংবাদ
২৩শে এপ্রিল, ২০২৩।

৭১ সংবাদ নিউজ ডেস্ক : বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ গ্রহণ শেষে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করেন। এর পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন ।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার দুপুরে বঙ্গভবন ত্যাগ করবেন। আর সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ’ বিশিষ্ট অতিথি এ অনুষ্ঠানে যোগ দেন। নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনি সহ পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ ও বিদায় উপলক্ষে সকাল ৯টার পর থেকে অতিথিরা আসতে শুরু করেন। এতে বঙ্গভবনের সামনে দীর্ঘ হতে থাকে অতিথিদের গাড়ির সারি। নিরাপত্তা তল্লাশি শেষে অতিথিদের গাড়ি ধীরে ধীরে ভেতরে ঢুকতে দেয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগের রাজনীতি রাজনীতিবিদ থেকে জেলা ও দায়রা জজ এবং দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন। তিনি দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে, ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়াারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ একক প্রার্থী হিসাবে মো. শাহাবুদ্দিনের নাম প্রস্তাব করে নির্বাচন কমিশনে দেয়।

রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে অবসরে গেলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিকে অবাঞ্চিত ঘোষণা।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মো.সাহাবুদ্দিন |

Update Time : ০৯:১৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩

দৈনিক ৭১ সংবাদ
২৩শে এপ্রিল, ২০২৩।

৭১ সংবাদ নিউজ ডেস্ক : বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। শপথ গ্রহণ শেষে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করেন। এর পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন ।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ সোমবার দুপুরে বঙ্গভবন ত্যাগ করবেন। আর সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ’ বিশিষ্ট অতিথি এ অনুষ্ঠানে যোগ দেন। নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনি সহ পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক, সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির শপথ গ্রহণ ও বিদায় উপলক্ষে সকাল ৯টার পর থেকে অতিথিরা আসতে শুরু করেন। এতে বঙ্গভবনের সামনে দীর্ঘ হতে থাকে অতিথিদের গাড়ির সারি। নিরাপত্তা তল্লাশি শেষে অতিথিদের গাড়ি ধীরে ধীরে ভেতরে ঢুকতে দেয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগের রাজনীতি রাজনীতিবিদ থেকে জেলা ও দায়রা জজ এবং দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন। তিনি দেশের ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে, ৭৩ বছর বয়সী এই রাজনীতিবিদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়াারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ একক প্রার্থী হিসাবে মো. শাহাবুদ্দিনের নাম প্রস্তাব করে নির্বাচন কমিশনে দেয়।

রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে অবসরে গেলেন।