ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফটিকছড়ি থেকে আমার মনোনয়ন নিশ্চিত : সংবাদ সম্মেলনে নজিবুল বশর এমপি।

  • Reporter Name
  • Update Time : ০২:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 118

শুক্রবার , ১৫ ডিসেম্বর, ২০২৩ ৫:১৬

বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট থেকে আমার মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিস্থ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। <span;>সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘সেদিনই (৪ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে শরীকদের বৈঠকে আসনের কথা বলা হয়েছে। আমি জানি আমারটা আছে।আমাকে সেদিনই বলে দেয়া হয়েছিলো।’

৪ঠা ডিসেম্বর আমরা গণভবনে যাই। আলোচনা হয়েছে। আমি বক্তব্য রেখেছিলাম। সেদিন কমিটিগুলো করা হয়। সেদিন ওবায়দুল কাদের সাবেক প্রকাশ্যে কয়েকজনের নাম বলে দিয়েছিলেন। বাকীগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টিকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিন মাস আগে নিবন্ধন পেয়ে যদি কেউ মনোনয়ন পায়, তাহলে রাজনীতির অবস্থান কোথায় যাবে? সুপ্রিম পার্টি তো জোটে নাই।’

নজিবুল বশর বলেন, ‘তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি? ক্যারিয়ার কি? হঠাৎ কেউ আসলো, দু-চারটা প্রোগ্রাম করলো, বলে দিলেন আছে! এটা দেশের জন্য আগামী রাজনীতির জন্য অশনি সংকেত।’

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভালো না। বিএনপি জামায়াত রাজনীতির বাইরে। তারা সন্ত্রাসসহ আন্দোলন করে যাচ্ছে। বহির্বিশ্ব চুপচাপ। চুপচাপটা ভালো লক্ষণ না।’

লিখিত বক্তব্যে তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তি সময়ে, বিএনপি-জামায়াত এবং জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই ১৪ দলীয় জোট এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে, বিএনপি-জামায়াত কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশা আল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ভাইস চেয়ারম্যান ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, যুগ্ম মহাসচিব ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, যুগ্ম সেচ্চাসেবক সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, কেন্দ্রীয় সদস্য মাওলানা কামরুল আহসান ও হারিস মিয়া নিরব প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিকে অবাঞ্চিত ঘোষণা।

ফটিকছড়ি থেকে আমার মনোনয়ন নিশ্চিত : সংবাদ সম্মেলনে নজিবুল বশর এমপি।

Update Time : ০২:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

শুক্রবার , ১৫ ডিসেম্বর, ২০২৩ ৫:১৬

বিশেষ প্রতিনিধি : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট থেকে আমার মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিস্থ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। <span;>সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘সেদিনই (৪ ডিসেম্বর) গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে শরীকদের বৈঠকে আসনের কথা বলা হয়েছে। আমি জানি আমারটা আছে।আমাকে সেদিনই বলে দেয়া হয়েছিলো।’

৪ঠা ডিসেম্বর আমরা গণভবনে যাই। আলোচনা হয়েছে। আমি বক্তব্য রেখেছিলাম। সেদিন কমিটিগুলো করা হয়। সেদিন ওবায়দুল কাদের সাবেক প্রকাশ্যে কয়েকজনের নাম বলে দিয়েছিলেন। বাকীগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টিকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিন মাস আগে নিবন্ধন পেয়ে যদি কেউ মনোনয়ন পায়, তাহলে রাজনীতির অবস্থান কোথায় যাবে? সুপ্রিম পার্টি তো জোটে নাই।’

নজিবুল বশর বলেন, ‘তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি? ক্যারিয়ার কি? হঠাৎ কেউ আসলো, দু-চারটা প্রোগ্রাম করলো, বলে দিলেন আছে! এটা দেশের জন্য আগামী রাজনীতির জন্য অশনি সংকেত।’

তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ভালো না। বিএনপি জামায়াত রাজনীতির বাইরে। তারা সন্ত্রাসসহ আন্দোলন করে যাচ্ছে। বহির্বিশ্ব চুপচাপ। চুপচাপটা ভালো লক্ষণ না।’

লিখিত বক্তব্যে তরীকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তি সময়ে, বিএনপি-জামায়াত এবং জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই ১৪ দলীয় জোট এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে, বিএনপি-জামায়াত কর্তৃক জাতীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশা আল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ভাইস চেয়ারম্যান ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী, যুগ্ম মহাসচিব ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, যুগ্ম সেচ্চাসেবক সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, কেন্দ্রীয় সদস্য মাওলানা কামরুল আহসান ও হারিস মিয়া নিরব প্রমুখ উপস্থিত ছিলেন।