ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নিতে পথ খুঁজছে বিএনপি : ওবায়দুল কাদের।

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
  • 283

দৈনিক ৭১ সংবাদ
১১ই এপ্রিল, ২০২৩।

নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ না দেখালেও তলে তলে সবাই প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনের বিষয়ে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে কথা বলছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১০ এপ্রিল) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। হেরে যাবে বলে বিএনপি নির্বাচনে আসতে চায় না দাবি করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে শেখ হাসিনার বিজয় অনিবার্য জেনেই নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের খেলায় নেমেছে বিএনপি। তারা নির্বাচনে অংশ না নিয়ে বরং বিতর্কের সৃষ্টি করতে চায়।

সিটি নির্বাচনসহ সব স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনাদের ভেতর উকিল আব্দুস সাত্তারের মতো অনেক নেতা আছে। অনেকে নির্বাচনে অংশ নিতে পথ খুঁজছে, তলে তলে যোগাযোগ করছে। অপেক্ষা করুন দেখতে পাবেন।
বিএনপি ঘোমটা পরে নির্বাচনে অংশ নেয় জানিয়ে তিনি বলেন, তারা হারবে বলে সরাসরি নির্বাচনে আসে না। ঘোমটা পরে নির্বাচনে আসে। ধানের শীষ না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতারা নির্বাচনে অংশ নিচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এ অবস্থায় বিএনপিকে বিদেশিদের ওপর নির্ভরতা কমিয়ে জনগণের ওপর আস্থা রাখতে আহ্বান জানান তিনি। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নিজ দলের নেতা কর্মীদের সজাগ ও সচেতন থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিকে অবাঞ্চিত ঘোষণা।

নির্বাচনে অংশ নিতে পথ খুঁজছে বিএনপি : ওবায়দুল কাদের।

Update Time : ০৭:৫৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

দৈনিক ৭১ সংবাদ
১১ই এপ্রিল, ২০২৩।

নির্বাচন নিয়ে বিএনপি আগ্রহ না দেখালেও তলে তলে সবাই প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির অনেক নেতাকর্মী নির্বাচনের বিষয়ে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে কথা বলছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১০ এপ্রিল) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি। হেরে যাবে বলে বিএনপি নির্বাচনে আসতে চায় না দাবি করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে শেখ হাসিনার বিজয় অনিবার্য জেনেই নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের খেলায় নেমেছে বিএনপি। তারা নির্বাচনে অংশ না নিয়ে বরং বিতর্কের সৃষ্টি করতে চায়।

সিটি নির্বাচনসহ সব স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আপনাদের ভেতর উকিল আব্দুস সাত্তারের মতো অনেক নেতা আছে। অনেকে নির্বাচনে অংশ নিতে পথ খুঁজছে, তলে তলে যোগাযোগ করছে। অপেক্ষা করুন দেখতে পাবেন।
বিএনপি ঘোমটা পরে নির্বাচনে অংশ নেয় জানিয়ে তিনি বলেন, তারা হারবে বলে সরাসরি নির্বাচনে আসে না। ঘোমটা পরে নির্বাচনে আসে। ধানের শীষ না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতারা নির্বাচনে অংশ নিচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। এ অবস্থায় বিএনপিকে বিদেশিদের ওপর নির্ভরতা কমিয়ে জনগণের ওপর আস্থা রাখতে আহ্বান জানান তিনি। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নিজ দলের নেতা কর্মীদের সজাগ ও সচেতন থাকারও নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।