ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চসিকের প্রকল্প পরিচালকের ওপর হামলার প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নেতাদের  মানববন্ধন।

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • 316

দৈনিক ৭১ সংবাদ
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৩

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সামনে চসিকের প্রকল্পের পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার প্রতিবাদে  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নেতারা এক মানববন্ধন করেন। চসিকের আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর আক্রমণ সরকারের উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন নেতারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর কর্তব্যরত অবস্থায় কয়েকজন ঠিকাদার সম্প্রতি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়।

মানববন্ধনে বক্তব্য দেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, সম্মানী সম্পাদক প্রকৌশলী এসএম শহিদুল আলম, সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মোহাম্মদ হারুন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, সাবেক ভাইস-চেয়ারম্যান এমএ রশীদ, প্রকৌশলী উদয় শেখর দত্ত ও ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, পিডব্লিউডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোর্শেদ মঞ্জুরুল ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, কর্ণফুলী গ্যাসের ডিজিএম প্রকৌশলী অনুপম দত্ত এবং বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নত, সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশে পরিণত করার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন তাতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য এই আক্রমণের পেছনে ঠিকাদারদের ছদ্মবেশে একটি মহল কাজ করছে।

তারা এই আক্রমণের পেছনের মাস্টারমাইন্ডদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রকৌশলী নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রকৌশলীরা চালিকা শক্তি। প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর এই হামলা শুধু ব্যক্তিবিশেষের ওপর নয়, তা পুরো প্রকৌশলী সমাজের ওপরে প্রকৌশলীদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের মধ্যে সন্নিবেশ করার দাবির জানান তারা। তারা মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিকে অবাঞ্চিত ঘোষণা।

চসিকের প্রকল্প পরিচালকের ওপর হামলার প্রতিবাদে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের নেতাদের  মানববন্ধন।

Update Time : ০৮:০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

দৈনিক ৭১ সংবাদ
নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৩

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সামনে চসিকের প্রকল্পের পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার প্রতিবাদে  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নেতারা এক মানববন্ধন করেন। চসিকের আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর আক্রমণ সরকারের উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন নেতারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর কর্তব্যরত অবস্থায় কয়েকজন ঠিকাদার সম্প্রতি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়।

মানববন্ধনে বক্তব্য দেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন, ভাইস-চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, সম্মানী সম্পাদক প্রকৌশলী এসএম শহিদুল আলম, সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মোহাম্মদ হারুন, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, সাবেক ভাইস-চেয়ারম্যান এমএ রশীদ, প্রকৌশলী উদয় শেখর দত্ত ও ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী, পিডব্লিউডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন, পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোর্শেদ মঞ্জুরুল ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, কর্ণফুলী গ্যাসের ডিজিএম প্রকৌশলী অনুপম দত্ত এবং বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নত, সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশে পরিণত করার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন তাতে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য এই আক্রমণের পেছনে ঠিকাদারদের ছদ্মবেশে একটি মহল কাজ করছে।

তারা এই আক্রমণের পেছনের মাস্টারমাইন্ডদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রকৌশলী নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্রকৌশলীরা চালিকা শক্তি। প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর এই হামলা শুধু ব্যক্তিবিশেষের ওপর নয়, তা পুরো প্রকৌশলী সমাজের ওপরে প্রকৌশলীদের দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের মধ্যে সন্নিবেশ করার দাবির জানান তারা। তারা মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।