ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে বইমেলায় পাঠকদের মধ্যমণি ছিল খুদে ‘ইংরেজি শিক্ষক মাইসুন।

  • Reporter Name
  • Update Time : ১০:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 374

দৈনিক ৭১ সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৮শে ফেব্রুয়ারি, ২০২৩,

খুদে ‘ইংরেজি শিক্ষক’ হিসেবে পরিচিতি তার বেশ আগেই। ফেইসবুক এবং ইউটিউবে তার ইংরেজির নানা খুঁটিনাটি নিয়ে তৈরি করা ভিডিও গুলো বাচ্চা থেকে প্রবীণ সব শ্রেনী পেশার দর্শকেরা দেখেন প্রতিদিন লাখ লাখ বার। ষষ্ঠ শ্রেণিতে পড়া ছোট্ট উম্মে মাইসুন খুদে ‘ইংরেজি শিক্ষক’ হিসেবে পরিচিত ফেসবুকে বর্তমানে ২৫ লাখ এবং ইউটিউবে ৩ লাখ ১৬ হাজার সাবস্ক্রাইবারদের কাছে। এবারের বই মেলায় খুদে ‘ইংরেজি শিক্ষক’ তার পাঠকদের জন্য নিয়ে এসেছেন ‘ছোটদের স্পোকেন ইংলিশ পার্ট টু’। মেলার বাতিঘরের স্টলে পাওয়া যাচ্ছে এ-ই বই।

সাধারণত বই মেলায় পাঠকদের ভিড় থাকে নামীদামী লেখকদের ঘিরে। সবাই চায় নামীদামী লেখকদের একটি অটোগ্রাফ সাথে একটি সেলফি। কিন্তু এবারের চট্টগ্রামের সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বই মেলার দৃশ্য ছিল ঠিক উল্টো। বাতিঘরের স্টলে খুদে ইংরেজি শিক্ষক’ মাইসুন কে পেয়ে পাঠকদের ভিড় যেন কমছিলই না। বাতিঘর স্টলের সামনে ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল স্টলের কর্মীদের। পুরো বই মেলার মধ্যমণি ছিলো মাইসুন। তার কোন পাঠকদের সে অটোগ্রাফ এবং সেলফি তোলার আবদার থেকে বঞ্চিত করে নি। ছোট্ট মাইসুনকে ঘিরে পাঠকদের যে আগ্রহ,এমন দৃশ্য চট্টগ্রামের বইমেলায় আগে দেখা যায়নি।

মাইসুনের ‘ছোটদের স্পোকেন ইংলিশ পার্ট ওয়ান’ নামের ইংরেজি শেখার বইটি ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল। আর এবারের বই মেলায় প্রকাশিত হলো ‘ছোটদের স্পোকেন ইংলিশ পার্ট টু’ তারই পরবর্তী খণ্ড। শুধু ইংরেজি শেখার বই-ই নয় মাইসুন লিখেছে উপন্যাসও। ‘দ্য এমারেল্ড স্টোন’ উপন্যাসের কাহিনি অনেকটা ফ্যান্টাসিনির্ভর।

পাঠকদের ভালোবাসার চাপে ক্লান্ত মাইসুন বলল, ইংরেজি শেখা তার অন্যতম শখ। সে নিয়মিত ইংরেজি ভাষা শিখে চলেছে আর সে সবই ইউটিউবের দর্শকদের সঙ্গে ভাগ করে সে। তার উপন্যাস ‘দ্য এমারেলড স্টোনের পাঠক প্রতিক্রিয়া পেয়ে দারুন খুশি এই খুদে ‘ইংরেজি শিক্ষক’। সে তার পাঠকদের জন্য আরও গল্প–উপন্যাসই লিখতে চায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাড়ে ৫০০ কোটি টাকার দেনা শোধ করেছি চসিকের: চসিক মেয়র।

চট্টগ্রামে বইমেলায় পাঠকদের মধ্যমণি ছিল খুদে ‘ইংরেজি শিক্ষক মাইসুন।

Update Time : ১০:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

দৈনিক ৭১ সংবাদ
নিজস্ব প্রতিবেদক
২৮শে ফেব্রুয়ারি, ২০২৩,

খুদে ‘ইংরেজি শিক্ষক’ হিসেবে পরিচিতি তার বেশ আগেই। ফেইসবুক এবং ইউটিউবে তার ইংরেজির নানা খুঁটিনাটি নিয়ে তৈরি করা ভিডিও গুলো বাচ্চা থেকে প্রবীণ সব শ্রেনী পেশার দর্শকেরা দেখেন প্রতিদিন লাখ লাখ বার। ষষ্ঠ শ্রেণিতে পড়া ছোট্ট উম্মে মাইসুন খুদে ‘ইংরেজি শিক্ষক’ হিসেবে পরিচিত ফেসবুকে বর্তমানে ২৫ লাখ এবং ইউটিউবে ৩ লাখ ১৬ হাজার সাবস্ক্রাইবারদের কাছে। এবারের বই মেলায় খুদে ‘ইংরেজি শিক্ষক’ তার পাঠকদের জন্য নিয়ে এসেছেন ‘ছোটদের স্পোকেন ইংলিশ পার্ট টু’। মেলার বাতিঘরের স্টলে পাওয়া যাচ্ছে এ-ই বই।

সাধারণত বই মেলায় পাঠকদের ভিড় থাকে নামীদামী লেখকদের ঘিরে। সবাই চায় নামীদামী লেখকদের একটি অটোগ্রাফ সাথে একটি সেলফি। কিন্তু এবারের চট্টগ্রামের সিটি কর্পোরেশন আয়োজিত অমর একুশে বই মেলার দৃশ্য ছিল ঠিক উল্টো। বাতিঘরের স্টলে খুদে ইংরেজি শিক্ষক’ মাইসুন কে পেয়ে পাঠকদের ভিড় যেন কমছিলই না। বাতিঘর স্টলের সামনে ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয়েছিল স্টলের কর্মীদের। পুরো বই মেলার মধ্যমণি ছিলো মাইসুন। তার কোন পাঠকদের সে অটোগ্রাফ এবং সেলফি তোলার আবদার থেকে বঞ্চিত করে নি। ছোট্ট মাইসুনকে ঘিরে পাঠকদের যে আগ্রহ,এমন দৃশ্য চট্টগ্রামের বইমেলায় আগে দেখা যায়নি।

মাইসুনের ‘ছোটদের স্পোকেন ইংলিশ পার্ট ওয়ান’ নামের ইংরেজি শেখার বইটি ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিল। আর এবারের বই মেলায় প্রকাশিত হলো ‘ছোটদের স্পোকেন ইংলিশ পার্ট টু’ তারই পরবর্তী খণ্ড। শুধু ইংরেজি শেখার বই-ই নয় মাইসুন লিখেছে উপন্যাসও। ‘দ্য এমারেল্ড স্টোন’ উপন্যাসের কাহিনি অনেকটা ফ্যান্টাসিনির্ভর।

পাঠকদের ভালোবাসার চাপে ক্লান্ত মাইসুন বলল, ইংরেজি শেখা তার অন্যতম শখ। সে নিয়মিত ইংরেজি ভাষা শিখে চলেছে আর সে সবই ইউটিউবের দর্শকদের সঙ্গে ভাগ করে সে। তার উপন্যাস ‘দ্য এমারেলড স্টোনের পাঠক প্রতিক্রিয়া পেয়ে দারুন খুশি এই খুদে ‘ইংরেজি শিক্ষক’। সে তার পাঠকদের জন্য আরও গল্প–উপন্যাসই লিখতে চায়।